গাজীপুরে স্বামীর গোপনাঙ্গ কেটে নিয়ে থানায় হাজির স্ত্রী
প্রকাশ: ৩ মে ২০২২, ১৬:৩০ | আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০২:২৭
পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় হাজির হয়েছেন এক নারী। ৩মে মধ্যরাতে গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া দক্ষিণ খন্ডের চেয়ারম্যানবাড়ি মোড় এলাকায় আমান উল্লাহ্ আমানের মালিকানাধীন ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহতবস্থায় স্বামীকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ভুক্তভোগী যুবক মোঃ শরীফ (৩১) গাজীপুরের কাপাসিয়া উপজেলার সোহাগপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে। তার স্ত্রী হনুফা বেগম (৩০),শ্রীপুর উপজেলার গাজিয়ারন গ্রামের আবু হানিফ বেপারীর মেয়ে। শরীফের দ্বিতীয় স্ত্রী হনুফা। ৮/৯মাস আগে প্রথম স্ত্রীকে ছেড়ে দেয়ার পর হনুফাকে বিয়ে করেন শরীফ।
ভুক্তভোগী যুবকের বাবা আলা উদ্দিন জানায়, প্রথম স্ত্রীর সাথে ৩বছর সংসার করার পর তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে শরীফের সাথে তাদের কোন যোগাযোগ ছিল না। মঙ্গলবার ঈদের দিন সকালে তার এমন খবর শুনে হাসপাতালে ছুটে যান বলেন জানান তিনি।
বাড়ির মালিক আমান উল্ল্যাহ্ আমানের স্ত্রী রহিমা খাতুন জানান, দুইদিন আগে গত ১লা মে রোববার স্বামী-স্ত্রী পরিচয়ে তার বাড়িতে একটি টিনশেড ঘর ভাড়া নেন শরিফ। তখন জানানো হয়েছিল, স্বামী শরিফ জয়দেবপুর এলাকায় চাকরি করেন আর তার স্ত্রী ঘরে সেলাইয়ের কাজ করেন। সোমবার দিবাগত রাত তিন/ সাড়ে তিনটার দিকে আমাদের ঘুম থেকে ডেকে তুলে পুলিশ। পরে স্বামীর লিঙ্গ কর্তনের ঘটনা জানায় পুলিশ। পুলিশের সহযোগিতায় শরীফকে হাসপাতালে পাঠানো হয়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মিজান জানান, গোপনাঙ্গ কেটে নিয়ে এক নারী থানায় হাজির হয়েছেন এবং গুরুতর অবস্থায় কেওয়া পূর্ব খন্ড গ্রামের একটি ঘরে স্বামীকে তালাবদ্ধ অবস্থায় রেখে এসেছেন। পরে ওই নারীর দেয়া তথ্যমতে ঘরের তালা ভেঙ্গে স্বামী শরীফকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এবিষয়ে অভিযুক্ত নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত