গাজা দখলের কোনো আগ্রহ নেই: ইসরায়েলি রাষ্ট্রদূত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩, ১৩:৩৭ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৪

ফিলিস্তিনের গাজা দখলের কোনো আগ্রহ নেই ইসরায়েলের। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ এরদান এই মন্তব্য করেছেন।

গাজায় পুরোদমে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তারা সমুদ্রপথে হামলারও প্রস্তুতি নিচ্ছে। এ ছাড়া আকাশপথে যুদ্ধবিমান থেকে গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে তারা।

সিএনএনকে গিলাদ এরদান বলেন, তাঁরা বেঁচে থাকার জন্য লড়াই করছেন। এর একমাত্র উপায় হলো হামাসকে নির্মূল করা। এ জন্য তাঁদের যা করা দরকার, তা-ই করবেন।

গিলাদ এরদানের কাছে জানতে চাওয়া হয়, ইসরায়েল যদি হামাসকে নির্মূল করে, তাহলে গাজা উপত্যকা কার শাসন করা উচিত।

জবাবে গিলাদ এরদান বলেন, যুদ্ধের এক দিন পর কী ঘটবে, তা নিয়ে ভাবছে না ইসরায়েল।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক সাক্ষাৎকারে গাজা দখলের বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছেন।

মার্কিন টেলিভিশন সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ নামের অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি গাজায় ইসরায়েলের দখলদারিকে সমর্থন করবেন কি না।

জবাবে বাইডেন বলেন, গাজা দখল করাটা হবে ইসরায়েলের জন্য একটি বড় ভুল। তবে তিনি হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করার পক্ষে মত দেন।

বাইডেনের এই বক্তব্যের পর গাজা দখলের কোনো আগ্রহ নেই বলে জানালেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত।

ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। জবাবে সেদিন থেকেই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।

সিএনএনের তথ্যমতে, হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় ২ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত