গাজায় ইসরায়েলের হামলায় সাড়ে চার হাজারের বেশি ফিলিস্তিনি নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ১১:২০ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ১১:১৪

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার ১৭তম দিন আজ। বর্বর হত্যাযজ্ঞ আর ধ্বংসলীলায় গাজা যেন এক মহাশ্মশান। চারিদিকে লাশ, রক্ত, আর্তনাদ আর হাহাকার। ইসরায়েলী সেনাদের হামলায় সাড়ে চার হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। ক্ষুধা আর মৃত্যু যেন খুঁজে ফিরছে সবাইকে।

ত্রাণবাহী ট্রাকের দ্বিতীয় বহর ঢুকেছে গাজায়। এমন অবস্থায় গাজার উত্তরাঞ্চল ও লেবাননের দক্ষিণ সীমান্তে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরাইল। আর হামলায় বেসামরিক মানুষের নিরাপত্তার বিষয়টি সতর্কতার সাথে দেখতে ইসরাইলের প্রতি অনুরোধ জানিয়ে বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ পশ্চিমা নেতারা।

গাজা ও লেবানন লক্ষ্য করে রবিবার দিবাগত রাতে ব্যাপক গোলাবর্ষণ করে ইসরাইলি বাহিনী। হামলা হয়েছে গাজার জাবালিয়া শরণার্থী শিবির ও আল কুদস হাসপাতালের পাশে। ওই হাসপাতালে গোলাবর্ষণের হুমকি দিয়ে অবিলম্বে খালি করার হুমকি জারি রেখেছে ইসরাইল। 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় একশ' ১৭ শিশুসহ কমপক্ষে দুইশ' ৬৬ জনকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এতে ফিলিস্তিনে টানা ১৬ দিনের বর্বর হামলায় ৪ হাজার ৬৫০ জনের বেশি মানুষ নিহত হল। 

লেবাননে বিমান হামলায় হিজবুল্লার দু'টি ঘাঁটি ধ্বংসের দাবি করেছে ইসরাইলের সেনা সদর। জানানো হয়েছে, গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে ট্যাংক বিধ্বংসী মিসাইলের আঘাতে নিহত হয়েছে এক ইসরাইলি সেনা। 

এদিকে, রবিবার রাতে মিশরের রাফাহ সীমান্ত দিয়ে ত্রাণবাহী ১৫টি ট্রাক ঢুকেছে। তবে, দ্বিতীয় দফা এই বহরেও বিশুদ্ধ পানি, খাদ্য ও চিকিৎসা সামগ্রী থাকলেও ছিলো না অতি জরুরি জ্বালানি সহায়তা। এতে, জ্বালানির অভাবে হাসপাতালগুলো প্রায় অকার্যকর হয়ে পড়ায় চরম মানবিক বিপর্যয়ের আশঙ্কা জানিয়েছেন স্থানীয় চিকিৎসক ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলো। 

মধ্যপ্রাচ্য সংকট নিয়ে ভার্চুয়াল বৈঠক শেষে যৌথ বিবৃতি দিয়েছেন পশ্চিমা নেতারা। হোয়াইট হাউজ জানিয়েছে, ভার্চুয়াল বৈঠকে প্রেসিডেন্ট বাইডেন ছাড়াও, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যের শীর্ষ নেতারা ছিলেন।

 

কা/আ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত