গাংনীতে হেরোইনসহ ৩জন আটক 

  মেহের আমজাদ, মেহেরপুরঃ

প্রকাশ: ৪ জুলাই ২০২১, ০৯:১০ |  আপডেট  : ২ জানুয়ারি ২০২৫, ২২:০২

মেহেরপুর জেলার গাংনীতে ২শ ৫ গ্রাম হেরোইনসহ ৩ জনকে আটক করেছে বিজিবির সদস্যরা। আটকৃতরা হলেন- গাংনী উপজেলার নিশিপুর গ্রামের রমজান আলীর ছেলে লস্কর আলী ৬৫, মৃত খোকা সরদারের ছেলে আদম আলী ৩২ ও মৃত আমিরুদ্দীনের ছেলে আমিরুল ইসলাম (৩১)। শনিবার বিকেলের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির নায়েক কায়েম চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে গাংনী উপজেলার খাসমহল বাজার এলাকা থেকে তাদেরকে আটক করেন। এসময় তাদের কাছে থাকা মাদকদ্রব্য পরিবহনকারী ১টি ডাবল ডি·ের পালসার মটরসাইকেল উদ্ধার করে। 

৪৭ বিজিবির নায়েক কায়েম চৌধুরী জানান, মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটকৃত তিন জন একটি মটরসাইকেলে যাচ্ছিল। খাসমহল বাজার এলাকায় তাদের আচরণ সন্দেহজনক হলে, শরীর তল্লাশি করা হয়। এসময় তাদের কাছে ২শ ৫ গ্রাম হেরোইন পাওয়া যায়। আটককৃতদের গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, বিজিবি সদস্যরা হেরোইনসহ তিনজনকে আটক করে থানায় সোপর্দ করেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত