গাংনীতে শ্বাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগে জামাই আটক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২২, ০৯:৪৩ | আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১৩:৩০
মেহেরপুরের গাংনীতে শ্বাশুড়িকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে জামাই বাদশাকে (২৫) আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করে পুলিশ। বাদশার বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামের সাহাবুর পাড়ায়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, শ্বাশুড়িকে হত্যা করে পালিয়ে করমদী গ্রামের সাহাপুর পাড়ায় নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীর সহায়তায় বাদশাকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে মামলা রুজু করে বুধবার সকালে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, পারিবারিক কলহের জের ধরে শ্বাশুড়ি রঙ্গিলা খাতুনকে (৪৫) মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে দেশীয় অস্ত্র (হাসুয়া) দিয়ে কুপিয়ে হত্যা করেন বাদশা। এ সময় তার তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রিনি (২২) তার মা রঙ্গিলা খাতুনকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করেন। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল সেখানে পৌঁছে মরদেহ সুরতহাল রিপোর্ট শেষে উদ্ধার করে। স্থানীয়রা জানায়, সকালের দিকে বাদশা ও তার স্ত্রী রিনি খাতুনের মধ্যে ঝগড়া চলছিল। এ সময় শ্বাশুড়ি রঙ্গিলা খাতুন বাধা দিলে বাদশা তার হাতে থাকা হাসুয়া দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত