গাংনীতে ভূট্টাক্ষেত থেকে পরিত্যাক্ত অবস্থায় ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার 

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ০৯:৫৭ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ২২:৪৩

মেহেরপুর জেলার গাংনী উপজেলার ভারতীয় সীমান্ত ঘেঁষা রামদেবপুর মাঠের একটি ভূট্টাক্ষেত থেকে পরিত্যাক্ত অবস্থায় ২শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা ডিবির ওসি সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বস্তাভর্তি ফেন্সিডিল উদ্ধার করেন। মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলমের নির্দেশে ডিবি পুলিশের একটি দল ফেন্সিডিল উদ্ধার করে। 

এসময় উপস্থিত ছিলেন ডিবির এস আই সুলতান মাহমুদ, এএসআই মাহাতাব উদ্দীন প্রমুখ। ডিবি পুলিশ জানায়, রামদেবপুর গ্রামের মালিতলা মাঠে জনৈক মিন্নাত আলীর ভ্ট্টূাক্ষেতে অভিযান চালিয়ে ২শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। অভিযানের সময় ডিবি পুলিশের অবস্থান টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। তবে জড়িতদের সন্ধানে তদন্দ অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত