গাংনীতে বিশ্ব পানি দিবস উপলক্ষে আলোচনা সভা
প্রকাশ: ৪ এপ্রিল ২০২২, ১৮:৫৫ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০২:৪০
গাংনীতে বিশ্ব পানি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টার দিকে মেহেরপুর জেলার গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। এসময় গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, কৃষি অফিসার লাভলী খাতুনসহ বিভিন্ন পযার্য়ের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত