গাংনীতে ফেন্সিডিলসহ ৪ মাদক কারবারী আটক

  মেহেরপুর, প্রতিনিধিঃ

প্রকাশ: ৯ জুন ২০২২, ১৯:৪৪ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ২১:৫১

মেহেরপুরের গাংনী থানা পুলিশের অভিযানে ৬৫ বোতল ফেন্সিডিলসহ ৪ জন মাদক কারবারী আটক। আটকৃতরা হলেন, গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৪), বাবুল আক্তারের ছেলে আব্দুর রহমান ওরফে লায়েস (২০), গাংনী মহিলা কলেজপাড়ার আমজাদ হোসেনের ছেলে শ্যামল (২২), কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পারগোয়াল গ্রামের হোসেন মালিথার ছেলে রাফিকুল ইসলাম (২৪)। গত বুধবার (৮জুন) বিকেলে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার চোখতোলা নামক স্থান থেকে ফেন্সিডিলসহ তাদের আটক করে গাংনী থানা পুলিশের একটি টীম। 

গাংনীর থানার উপপরিদর্শক (এসআই) নুর ইসলাম জানান, ফেন্সিডিল বেচাকেনা চলছে এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে মাদক কারবারীরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশের হাতে আটক হয় ৪ জন। আটকৃতদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত