গাংনীতে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
প্রকাশ: ৬ জুলাই ২০২১, ০৯:০৯ | আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৩
মেহেরপুর জেলার গাংনী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গাংনী পৌরসভার উদ্যোগে লকডাউনে থাকা অসহায় ও কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গাংনী পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণের উদ্বোধন করেন। নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক এবং গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডঃ রাশেদুল হক জুয়েল, গাংনী উপজেলা প্রকৌশলী গোলাপ আলী শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তি, সহকারী জনস্বস্থ্য প্রকৌশলী ও ট্যাগ অফিসার আ স ম মাহফুজুর রহমান কল্লোল, গাংনী পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর হাফিজুল ইসলাম প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত