গাংনীতে পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক এক
প্রকাশ: ১০ জুন ২০২২, ১৬:৫১ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৩:৩৭
মেহেরপুরের গাংনীতে ১০ কেজি গাঁজাসহ নাঈম ইসলাম (১৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে গাংনী থানা পুলিশ। শুক্রবার (১০-জুন) ভোর ৪টার দিকে বেতবারিয়া- ভবানীপুর তিন রাস্তার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত নাঈম ইসলাম কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মশাউড়া গ্রামের বাবর আলী বাবুর ছেলে।
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, উপজেলার বেতবাড়িয়া- ভবানীপুর গ্রামের ৩ রাস্তার মোড় এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর ক্যাম্পের (ভারপ্রাপ্ত) ইনচার্জ এএসআই আশরাফ আলীর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ নাঈম ইসলামকে আটক করেন। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি অ্যাপাচি আরটিআর ১৬০সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত নাঈম ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত