গাংনীতে নকল পণ্য উৎপাদনের জন্য জেল-জরিমানা 

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২২, ১৮:০৬ |  আপডেট  : ১২ জানুয়ারি ২০২৫, ১৭:২৮

মেহেরপুরের গাংনী পশ্চিম মালসাদহ এবি কেমিক্যালের কারখানাতে নকল পণ্য উৎপাদানের জন্য আসাদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে বিনাশ্রম এক মাসের কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত আসাদুল ইসলাম (৩৫) গাংনী উপজেলার  গোপালনগর গ্রামের ফজলুল হকের ছেলে। আজ মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশানার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাস্থুরা আমেনা। 

মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, আসাদুল ইসলাম গাংনীর পৌর এলাকার পশ্চিম মালসাদহ সাজ্জাদ হোসেনের দ্বিতীয় তলা বাড়ির নিচতলা ভাড়া নিয়ে কারখানা চালু করে বিএসটিআই থেকে একটি পণ্যের অনুমোদন নিয়ে তৈরী করছেন ১৭টি পণ্য। তিনি আরো জানান, ডিটারজেন্ট পাওডার তৈরীর জন্য বিএসটিআই অনুমোদন নিয়ে এর আড়ালে তিনি তৈরী করছেন টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার, ডিস ওয়াশ ও ফ্লোর ওয়াশসহ বিভিন্ন প্রকার ১৭টি পন্য। 

গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ কারখানায় অভিযান চালায়। পরে প্রশাসনকে জানানো হলে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারি কমিশনার মাস্থুরা আমেনা ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানা মালিক আসাদুল ইসলামকে ভোক্তা অধিকার আইনে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ডাদেশ দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাস্থুরা আমেনা বলেন, গাংনীতে অনুমোদনহীন ১৭টি পণ্য তৈরীর অপরাধ প্রমাণিত হওয়ায় কারখানা মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে এবং অনুমোদন বিহীন উৎপাদিত পণ্য জব্দ করা হয়েছে। 

এ অভিযানে মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী, এসআই অজয় কুমার কুন্ডু, এসআই সুলতান মাহমুদ, এএসআই হেলাল উদ্দীন, এএসআই আহসান হাবিব সহ ডিবির একটি টিম ও গাংনী থানা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত