গাংনীতে ডিবি’র অভিযানে গাঁজা ও মদ সহ ২জন আটক
প্রকাশ: ৪ জুলাই ২০২১, ০৯:০৮ | আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০২:৪৮
মেহেরপুরের গাংনী উপজেলার করমদী গ্রাম থেকে ৫শ গ্রাম গাঁজা ও ৩ বোতল মদ সহ ২জনকে আটক করেছে ডিবি পুলিশ। আটকৃতরা হলো- গাংনী উপজেলার ইসলামপুর গ্রামের ইমারুল ইসলামের ছেলে ফিরোজ আলী (২৪) ও একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বিল্লাল হোসেন ২৮। শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে করমদি বাগানপাড়া গ্রামে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ একটি দল অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র এসআই অজয় কুমার কুন্ডু।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, করমদী এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স এএসআই মোঃ হেলাল উদ্দীন ও এএসআই মোঃ মাহাতাব উদ্দীন কে নিয়ে অভিযান চালায় এসআই অজয় কুমার কুন্ডু। এসময় ফিরোজ আলীর কাছ থেকে ৫শ গ্রাম গাঁজা ও বিল্লাল হোসেনের কাছ থেকে ৩ বোতল বেঙ্গল টাইগার প্রিমিয়াম মদ উদ্ধার করে। আটকৃত দু’জনের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত