গাংনীতে জামায়াতের সেক্রেটারীসহ নেতাকর্মী আটক ৩০, জিহাদী বই উদ্ধার

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৫ |  আপডেট  : ১৫ জানুয়ারি ২০২৫, ১৬:৪৮

মেহেরপুরের গাংনীতে সাহারবাটী ইউনিয়নের কুঠিভাটপাড়া গ্রামের জামে মসজিদ থেকে জামায়াত ইসলামের ইউনিয়ন সেক্রেটারীসহ ৩০জন নেতাকর্মীকে আটক করেছে গাংনী থানা পুলিশ। 

আটককৃতরা হলেন- মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটী গ্রামের আব্দুল আলীমের ছেলে ও সাহারবাটী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শেখ সাদী (৩২), ভাটপাড়া গ্রামের হবিবুর রহমানের ছেলে ও ভাটপাড়া গ্রাম জামায়াতের সভাপতি রবিউল ইসলাম ওরফে রুবেল (৩০), আতিয়ার রহমানের ছেলে কামরুজ্জামান (৩০), আফিল উদ্দীনের ছেলে মোস্তাফিজুর রহমান (৪০), মৃত ওয়াসের আলীর ছেলে কাউছার আলী (৫৬), তার ভাই ফায়জার আলী (৫৯), মজির উদ্দীনের ছেলে তৈয়ুব আলী (৪০), ইমারুল ইসলামের ছেলে ইউসুব আলী (৩০), সাহাবদ্দীনের ছেলে রিপন হোসেন (৩২), আবুল হোসেনের ছেলে মোশাররফ হোসেন (৫৬), মহিরদ্দীনের ছেলে সেলিম রেজা (২৯), হোসেন আলীর ছেলে হাফিজুর রহমান (৪৮), মকছেদ আলীর ছেলে তৌহিদুল ইসলাম (৫৯), ফজল আলীর ছেলে এরশাদ আলী (৪৫), ফজলুর রহমানের ছেলে ইফরান আলী (৪২), মৃত বাছের আলীর ছেলে আব্দুস সাত্তার (৭০), মৃত মকছেদ আলীর ছেলে তাবারক আলী (৪৪), কাবের আলীর ছেলে মোখলেছুর রহমান (৩০), আব্দুর রশীদের ছেলে শরিফুল ইসলাম (৫০), ফরজ আলীর ছেলে ইদ্রিস আলী (৬০), বাবলু হোসেনের ছেলে নাসির উদ্দীন (৩৪), রমজান আলীর ছেলে জহিরুল ইসলাম (৫০), কুলবাড়িয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে সোহেল রানা (২৬), একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে আলহাজ হোসেন (৫০), সাদেক আলীর ছেলে এরশাদ আলী ওরফে লাল্টু (৩৭), নবীছুদ্দীনের ছেলে আমিরুল ইসলাম (৫৫), আব্দুল ওহাবের ছেলে তোফাজ্জেল হোসেন (৫০), গনজের আলীর ছেলে ইনারুল ইসলাম (৪০), ভাটপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে আকরাম হোসেন (৫০) ও তার ছেলে আরিফুল ইসলাম (৪০)। শনিবার দিবাগত রাত ১০টার দিকে গাংনী থানা পুলিশের কয়েকটিদল কুঠিভাটপাড়া গ্রামের চৌধুরীপাড়া জামে মসজিদে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। 

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ভাটপাড়া গ্রামের চৌধুরীপাড়া জামে মসজিদে জামায়াতের নেতাকর্মীরা নাশকতা করার জন্য সরকার বিরোধী বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সাহারবাটী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারিসহ ৩০জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চাঁদা উত্তোলনের খাতা, লিফলেট ও কিছু জিহাদী বই উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন মামলা রয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। আজ রোববার তাদের মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত