গাংনীতে গাঁজাসহ একজন আটক
প্রকাশ: ৫ এপ্রিল ২০২১, ১০:৪৭ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:২৩
মেহেরপুরের গাংনীতে ১ কেজি গাঁজাসহ মোঃ খাইবার হালসোনা (৫৫) নামের এক জনকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার রাত সাড়ে আটটার দিকে রামকৃষ্ণপুর ধলা গ্রাম থেকে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। আটককৃত মোঃ খাইবার হালসোনা মেহেরপুর জেলার গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা ডুবুরীপাড়ার মৃত শামসছুদ্দিন হালসোনার ছেলে।
মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি জুলফিকার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডু’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স হিসেবে এএসআই আহসান হাবিব, এএসআই মাহাতাব উদ্দীন ও এএসআই হেলাল উদ্দীন মেহেরপুর গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রাম থেকে ১ কেজি গাঁজাসহ মোঃ খাইবার হালসোনাকে আটক করে। আটককৃত আসামীর বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত