গরম - মাহবুবা হক

  স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ১২:৩৩ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:১৪

গরম 
*******

মাহবুবা হক

স্মরণকালের গরম পড়েছে 
বাতাসে হলকা আগুন
ঘরে বসেই হচ্ছি পুড়ে
ভর্তার পোড়া বেগুন।

নুন মরিচে কচলে নিলেই 
হবে জম্পেশ খাওয়া 
এই গরমে লাগবে না আর 
চুলার কাছে যাওয়া। 

ফ্রাই প্যানটা রোদে দিয়েই 
ভাজতে পারো ডিম 
চেষ্টা করে দেখতে পারো 
ভাজা হবে সীম।

রোজা গরম একই সাথে 
চলছে সমান্তরাল 
হাপুস নয়নে চেয়ে থাকি 
কখন হবে বিকাল। 

সুমধুর ওই আযানের ধ্বনি 
শান্তির বারতা আনে
শীতল শীতল ঠান্ডা পানি 
প্রশান্তি দেয় প্রাণে।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত