গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৪ নভেম্বর ২০২২, ১৮:৩৯ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৭:৩০

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ জন মারা গেছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ১৬২ জন।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯৮ জন। এরমধ্যে ঢাকায় ৩২৫ এবং ঢাকায় বাইরে বিভিন্ন হাসপাতালে ১৭৩ জন ভর্তি হয়েছে।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৬৬০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ২৩২ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১ হাজার ৪২৮ জন রোগী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৪১ হাজার ৪৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ২৭ হাজার ৯৭১ এবং ঢাকার বাইরে ১৩ হাজার ৫১০ জন।

অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৬৫৯ জন। এর মধ্যে ঢাকায় ২৫ হাজার ৬৪১ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১২ হাজার ১৮ জন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত