গণঅভ্যুত্থানে শহীদ ৫ জনের নামে পঞ্চগড়ে লাইব্রেরী ও রাস্তা নির্মাণ করা হবে 

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১৮:০০ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ২২:৫৮

জুলাই গণঅভ্যুত্থানে পঞ্চগড়ের শহীদ ৫ জনের নামে পাচঁ উপজেলায়  লাইব্রেরী প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। জেলা প্রশাসনের উদ্যোগে এসব প্রকল্প হাতে নেয়া হয়েছে। 

এ ছাড়া শহীদ সাগরের নামকরণ করে তার গ্রামে রাস্তা পাকা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো: সাবেত আলী ।তিনি জানান গত ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে মৃত্যুবরণ করে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কীত্তিনীয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে সাগর রহমান। সাগরের গ্রামীন রাস্তাটি অত্যন্ত গুরুত্বপুর্ন। রাস্তাটির পাকা করার দাবী দীর্ঘদিনের।  এলাকাবাসী ও পরিবারের অনুরোধে এই রাস্তাটি পাকা করার উদ্যোগ নেয়া হয়েছে। রাস্তাটি শহীদ সাগরের নামে নামকরণ করা হবে। জুলাই গণঅভ্যুত্থানে পঞ্চগড়ের ৫ জন শহীদ হন।  তারা হলেন সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কীত্তিনীয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে সাগর রহমান,বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের নতুন বস্তি গ্রামের আব্দুল খালেকের ছেলে আবু ছায়েদ ১৯ জুলাই, সাকোয়া ইউনিয়নের আমিন নগর গ্রামের হামিদ আলীর ছেলে সুমন ইসলাম ৫ আগষ্ট দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মেলাপাড়া গ্রামের আজহারের ছেলে শাহাবুল ইসলাম ৪ আগষ্ট পুলিশের গুলিতে ঘটনাস্থলে এবং  ভাউলাগঞ্জ ইউনিয়নের টোকরাভাসা গ্রামের আজহার আলীর ছেলে সাজু ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ১২ আগষ্ট মৃত্যুবরণ করেন। জেলার বোদা, দেবীগঞ্জ, তেঁতুলিয়া, আটোয়ারী এবং সদর উপজেলায় এই পাঁচ শহীদের নামে লাইব্রেরী প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। এসব গ্রন্থাকার থাকবে উম্মুক্ত। কয়েক হাজার বই থাকবে । লাইব্রেরীগুলো প্রতিষ্ঠা হলে অনেক শিক্ষার্থী জ্ঞান লাভ করতে পারবে।  আপাতত, প্রত্যেক লেইব্রেরীর জন্য ৬ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।  চাহিদা ও উপযোগিতা অনুযায়ি আরও বরাদ্দ দেয়া হবে বলে জানান জেলা প্রশাসক। তিনি আরও জানান ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক শহীদ পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়েছে। পরিবারগুলোকে আর্থিক অনুদান দেয়া হয়েছে। পরিবারের অসুস্থ সদস্যদের চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে। আহতদের জন্য নেয়া হয়েছে নানা উদ্যোগ। এই উদ্যোগ চলামান থাকবে বলে জানান তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত