গজারিয়ায় হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাজী আক্তার হোসেন আর নেই
প্রকাশ: ৪ জুন ২০২২, ২২:৩৮ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১২:৪৯
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা হোসেন্দী ইউনিয়ন পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান হাজী আক্তার হোসেন আর আমাদের মাঝে নেই(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মরহুম হাজী আক্তার হোসেনের মৃত্যুতে স্তব্দ গজারিয়াবাসী,বিভিন্ন মহলের শোক প্রকাশ।
আজ শনিবার সকাল ১১ঘটিকায় ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।গত ২৬মে নাঃগঞ্জের চিটাগাং রোড এলাকায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি,আর জেগে উঠলো না,শেষ বেলায় আর কিছুই বলে যেতে পারলেন না পরিবার পরিজন আর ভালবাসার জনতাকে,গত ক'দিন শুধু প্রাণে স্পন্দন ছিল,ছিল না চেতনা।
অতি সাধারণ পরিবারে জন্ম গ্রহণ কারী হাজী আক্তার হোসেন ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী,অনেক সংগ্রামের পর,দ্বিতীয় বারের চেষ্টায় মাত্র পাঁচ মাস পূর্বে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন,এই ক'দিনেই অমায়িক ব্যবহার আর ইসলামী ধ্যান জ্ঞানে সকল শ্রেনীর মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছিলেন।তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।শোক ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মুন্সীগঞ্জ ৩ আসনের সাংসদ, বাংলাদেশ আওয়ামীলীগ এর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এড্যাঃমৃণাল কান্তি দাস,গজারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সাঃসম্পাদক আমিরুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার মোঃজিয়াউল ইসলাম চৌধুরী, মুন্সীগঞ্জ জেলা বিএনপি'র সদস্য সচিব কামরুজ্জামান রতন,উপজেলা বি,এন,পি'র সাঃসম্পাদক ইসহাক আলী,গজারিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আরফিনসহ গজারিয়া সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
মৃত্যুকালে তিনি মা,স্ত্রী,তিন পুত্র সন্তান রেখে গেছেন,আজ বাদ আছর হোসেন্দী হাই স্কুল মাঠে এ যাবৎ কালের সর্ব বৃহৎ জানাজা শেষে মরহুমকে হোসেন্দী কবরস্থানে দাফন করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত