গজারিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম. আটক এক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২২, ১৮:০০ | আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৭:৩১
মুন্সীগঞ্জের গজারিয়ায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মো. ইউসুফ জামান বাপ্পি (২৮) নামে এক খামারী ব্যবসায়ী কে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এঘটনায় মোঃ মিজান শিকদার নামে একজন কে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে ১১টার দিকে উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের মধ্য ভাটেরচর গ্রামের প্রধান বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, টেঙ্গারচর ইউনিয়নের মধ্য ভাটেরচর গ্রামের শাহজাহান প্রধানের ছেলে আনোয়ার হোসেনের পৈতৃক সম্পত্তি নিয়ে একই গ্রামের জামাল শিকদারের ছেলে মোঃ মিজান শিকদারে সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে শুক্রবার সকাল ১১ টার দিকে প্রতিপক্ষ মিজান শিকদারে নেতৃত্বে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে আনোয়ার হোসেনের গরুর ফার্মে প্রবেশ করে অতর্কিত ভাবে হামলা করে। এসময় আনোয়ার হোসেনের ফুফাতো ভাই মো. ইউসুফ জামান বাপ্পি প্রতিবাদ করিলে সন্ত্রাসীরা সুইচ গিয়ার দিয়ে কুপিয়ে জখম করে।
পরে স্থানীয় লোকজন আহত মো. ইউসুফ জামান কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশঙ্কা জনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় আহত মো. ইউসুফ জামানের ফুফাতো ভাই আরিফ হোসেন বাদী হয়ে পাঁচ জনের নাম অন্তর্ভুক্ত করে অজ্ঞাত ৩ থেকে ৪জনের বিরুদ্ধে ওই দিন বিকালে গজারিয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মিজান শিকদার কে আটক করে।
এ ব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. রইছ উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি। এঘটনায় একজনকে আটক করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত