গজারিয়ায় এবারও নৌকার চেয়ে স্বতন্ত্র প্রার্থীরাই বেশি জয় লাভ
প্রকাশ: ৬ জানুয়ারি ২০২২, ০৯:৪৩ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৮:৪৬
পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৫ জানুয়ারি ২০২১ বুধবার গজারিয়ার ৭ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে এবারও নৌকা প্রতীকের চেয়ে স্বতন্ত্র প্রার্থীরাই বেশি জয় লাভ করেছে। নির্বাচনের শেষ তথ্য মতে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন ৭ জন চেয়ারম্যান। এদের মধ্যে বাংলাদেশ আ.লীগ সমর্থিত নৌকা প্রতীকের ৩ জন ও স্বতন্ত্র প্রার্থী ৪ জন লাভ করেছে।
বেসরকারি ভাবে ঘোষণায় যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন- উপজেলার ভবেরচর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জি. সাইদ লিটন (মোটরসাইকেল প্রতীক), উপজেলার টেঙ্গারচর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম ফরাজী। (ঘোড়ার প্রতীক), উপজেলার বালুয়াকান্দি ইউপিতে স্বতন্ত্র প্রার্থী শহিদুজ্জামান জুয়েল (মোটরসাইকেল প্রতীক),উপজেলার হোসেন্দী ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আক্তার হাজ্বী (মোটরসাইকেল প্রতীক) উপজেলার গজারিয়া ইউপিতে আ.লীগের প্রার্থী শফিউল্লাহ শফি (নৌকা প্রতীক) উপজেলার ইমামপুর ইউপিতে আ.লীগের হাফিজুজ্জামান খাঁন জিতু (নৌকা প্রতীক) উপজেলার গুয়াগাছিয়া ইউপিতে আ. লীগের আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন (নৌকা প্রতীক)
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত