গজারিয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
প্রকাশ: ৫ জুন ২০২২, ১৯:৩৪ | আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১১:০৬
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গজারিয়া উপজেলা নদী খাল ও পরিবেশ রক্ষা কমিটির পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সাংবাদিক শাহাদাত পারভেজ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম খানের সন্চালনায় র্যালিটি শুরু হয়ে গজারিয়া উপজেলা প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণ করেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তানেছ উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, সিনিয়র সহ-সভাপতি জনাব হাবিবুর রহমান, গজারিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সংগঠনের সহ-সভাপতি জসিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিক ঢালী, সহ-সভাপতি আতাউর রহমান আরজু, নারী নেত্রী জাহানারা বেগম সেফু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শামীম ফরাজী, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আমিরুল ইসলাম নয়ন, সাংবাদিক আজিজুল হক পার্থ, শ্রমিক নেতা হুমায়ুন কবির, শ্রমিক নেতা আনোয়ার হোসেন, শিক্ষক নেতা ফজলুল হক, সোহেল মাস্টার, সাংবাদিক পারভেজ গাজী, সাংবাদিক আলমগীর হোসেন, সাংবাদিক মুকবুল হোসেন, সাংবাদিক নজরুল ইসলাম, সাংবাদিক রাজু আহমেদ, সাংবাদিক ওসমান গনি সহ সকল পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা গজারিয়ার চলমান পরিবেশ দূষণের তীব্র প্রতিবাদ ও প্রতিকারের জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত