গজারিয়ায় আইন শৃঙ্খলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত 

  মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ 

প্রকাশ: ১৩ জুন ২০২২, ১৯:৪৫ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৫, ১৭:৪৫

মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা পরিষদের হলরুমে গজারিয়া উপজেলার আইন শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা বিরুদ্ধে প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়। 

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী সভাপতিত্বে, উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, গজারিয়া ভূমি কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা, গজারিয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন চৌধুরী, গজারিয়া উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন, দৈনিক মুন্সিগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক আরিফিন মোল্লা,গজারিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্ধ। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত সভার সন্মানিত সদস্যবৃন্ধসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত