খড়ের পালায় অগ্নিসংযোগের সময় হাতে নাতে যুবক আটক 

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৯ |  আপডেট  : ১২ জানুয়ারি ২০২৫, ১৭:৫৯

বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের তালসন পালপাড়া হিন্দু পল্লীতে গত কয়েক মাসে একের পর এক খড়ের পালায় অগ্নি সংযোগের ঘটনা ঘটে আসছে। এতে করে গো-খাদ্য সংকটের পাশাপাশি ওই হিন্দু পল্লীর বাসিন্দারা আতংকে বসবাস করে আসছিল। গত শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে পালপাড়া গ্রামের নিরেন পালের খড়ের পালায় অগ্নি সংযোগের সময় গ্রামবাসীরা হাতে নাতে ধরে ফেলে ওই গ্রামের দুষ্কৃতিকারী হারান পাল (৩৫) নামের এক যুবককে। ওই রাতে গ্রামবাসী হারান পালকে থানা পুলিশে সোপর্দ করে। আটক দুষ্কৃতিকারী পালপাড়া গ্রামের মৃত সুনিল পালের ছেলে। এ ঘটনায় আদমদীঘি থানায় অগ্নি সংযোগের দায়ে মামলা দায়ের হয়েছে। 

উল্লেখ্য, আদমদীঘি উপজেলা সদরের তালসন পালপাড়া হিন্দু পল্লীতে চলতি বছরের ১০ ফেব্রæয়ারী শুরু হয়ে দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে রাতে ওই গ্রামের শ্যামল দাসের ১৪ বিঘা জমির দুটি খড়ের পালায় অগ্নি সংযোগ করা হয়। এরপর পর্যায়ক্রমে ওই পাড়ায় আনন্দ পালের ১২ বিঘা জমির খড়ের পালায়, রনজিত পালের ৫ বিঘা জমির খড়ের পালায়, নিতিশ পালের ৪ বিঘা খড়ের পালায়, বিধান মন্ডলের ৩ বিঘা খড়ের পালায়, নুমু মন্ডলের ১০ বিঘা খড়ের পালায়, প্রভাস দাসের ১০ বিঘা জমির খড়ের পালা সহ প্রায় বিভিন্ন জনের ৪৭টি খড়ের পালায় অগ্নি সংযোগের ঘটনা ঘটে। সর্বশেষ গত (৯ সেপ্টেম্বর) শনিবার রাতে নিরেন পালের খড়ের পালায় অগ্নি সংযোগ করতে গিয়ে গ্রামবাসীরা হাতে নাতে ধরে ফেলে পালপাড়া গ্রামের মৃত সুনিল পালের ছেলে দুষ্কৃতিকারী হারান পালকে। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, এ ঘটনায় থানায় দুষ্কৃতিকারী যুবক হারান পালকে আসামী করে থানায় একটি মামলা দায়ের হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১৩টি খড়ের পালায় অগ্নি সংযোগ করেছে বলে স্বীকার করেন। গ্রেফতারকৃত আসামীকে রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত