খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে: সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন

  নাজমুল হুদা , নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫২ |  আপডেট  : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৪:১১

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেছেন, খেলা ধুলাই পারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে। দেশকে মাদকমুক্ত করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। আর খেলাধুলা সাধারণ মানুষকে আনন্দ দেয় সেই সাথে যুব সমাজের মন সতেজ রাখে। তাই যুব সমাজই পারে আগামীদিনে সমাজের চিত্র পাল্টে দিতে। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের বীরপলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলহাজ্ব খয়রাত আলী আকন্দের স্মরণে ফুটবল টুর্ণামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথাগুলো বলেন। উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মুসার পরিচালনায় উক্ত ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করেন বীরপলি গ্রামের কৃতী সন্তান ইঞ্জিনিয়ার ইফতিয়ার ইশান। 

উক্ত ফুটবল টুর্ণামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াসিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও বুড়ইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, যুগ্ম আহবায়ক কোরবান আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্র দলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী ও সাংগঠনিক সম্পাদক আল-আমিন প্রমুখ। উক্ত ফুটবল টুর্ণামেন্টে বগুড়া সদর ফুটবল দলকে ৪-০ গোলে পরাজিত করে শেরপুর ফুটবল দল জয়লাভ করে। পরে পুরস্কার বিতরণ করা হয়। 

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত