খুলনার জনসভার নির্ধারিত তারিখ আবারও পরিবর্তন
প্রকাশ: ২ নভেম্বর ২০২৩, ১১:০২ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:২৪
আবারও পরিবর্তন করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনার জনসভার নির্ধারিত তারিখ। এর আগে জনসভাটি ৯ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এরপর তারিখ দেওয়া হয় ১১ নভেম্বর। এবার সেই তারিখের পরিবর্তে ১৩ নভেম্বর খুলনার সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হবে।
ওই দিন সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজের কারণে ১১ নভেম্বরের পরিবর্তে প্রধানমন্ত্রীর জনসভা ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগ নেতারা জানান, প্রথমে প্রধানমন্ত্রীর খুলনায় আসার কথা ছিল ৯ নভেম্বর। পরবর্তীতে দুদিন তারিখ পিছিয়ে ১১ নভেম্বর নির্ধারণ করা হয়। বুধবার আরও দুদিন পিছিয়ে ১৩ নভেম্বর নির্ধারণ করা হয়।
এর আগে চলতি বছরের ৬ জানুয়ারি ব্যক্তিগত সফরে খুলনায় এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দিঘলিয়ার নগরঘাট এলাকায় তার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে কেনা পাট গোডাউন পরিদর্শন করেন এবং নিজের চাচা বাড়িতে (বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসের) পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত