খালেদা জিয়ার সুস্থতা কামনায় সান্তাহার পৌর যুবদলের দোয়া মাহফিল

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২২, ২১:০০ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ২১:৫৮

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সান্তাহার পৌর যুবদল কার্যালয়ে এই আয়োজন করা হয়। 

দোয়া মাহফিলের অনুষ্ঠানের সভাপতিত্বে করেন সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ। দোয়া মাহফিল অনুষ্ঠান পরিচালনায় করেন সান্তাহার পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহাফুজুর রহমান লিটন। দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র তোফাজ্জল হোসেনে ভুট্টু, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সান্তাহার পৌর সভার সাবেক মেয়র ও বিএনপির নেতা ফিরোজ মো: কামরুল হাসান, সান্তাহার বিএনপির সাধারন সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক দিলদার আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন। অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নেতা ইকবাল হোসেন, সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম খোকন, যুগ্ম আহবায়ক মাহমুদুল আলম, পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, সাধারন সম্পাদক সাব্বির হোসেন ছনি, পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নান, কৃষক দলের সভাপতি মিঠু, মৎসজীবি দলের সভাপতি লোকমানসহ ৯টি ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত