খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, পরীক্ষা-নিরীক্ষা করাতেই হাসপাতালে ভর্তি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩, ১২:৩৬ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৫২
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। রবিবার (৩০ এপ্রিল) সকালে তার পারিবারিক ও চিকিৎসকদের সূত্রে এ তথ্য জানা গেছে।
শনিবার (২৯ এপ্রিল) রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। চিকিৎসকেরা জানিয়েছেন, বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করাতেই খালেদা জিয়াকে ভর্তি করানো হয়েছে।
রবিবার (৩০ এপ্রিল) সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘শনিবার রাতে হাসপাতালে আসার পরই ম্যাডামের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরপর চিকিৎসকদের টিম তাকে দেখে যান। তাৎক্ষণিকভাবে প্রাপ্ত রিপোর্ট পর্যালোচনাও করেন তারা।’
হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দ শর্মিলা রহমান আছেন। বাসা থেকে হাসপাতালে যাওয়ার সময় খালেদা জিয়ার সঙ্গে তার গৃহকর্মী ফাতেমা এবং কয়েকজন আত্মীয়স্বজন ও ব্যক্তিগত কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। শনিবার রাতে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, কয়েকটি পরীক্ষা করতে সময় লাগবে। সেজন্য বিএনপির চেয়ারপারসনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রবিবার চিকিৎসকেরা আবারও বেগম জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা নিয়ে পর্যালোচনা করবেন।
পরিবারের সূত্র বলছে, পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ার পর বেগম জিয়াকে বাসায় নিয়ে যাওয়া হবে।
২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে বাসায় আসেন বিএনপি চেয়ারপারসন। ২০২১ সালের ১১ এপ্রিল কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে তার। একই বছরের ১৫ এপ্রিল এভার কেয়ার হাসপাতালে সিটিস্ক্যান করানো হয়। ২৭ এপ্রিল কোভিড চিকিৎসার জন্য প্রথম এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। ২০২১ সালের ২৫ অক্টোবর প্রথম অপারেশন হয় খালেদা জিয়ার। পরে হঠাৎ অসুস্থ হয়ে গত বছরের ১১ জুন আবারও এভার কেয়ারে ভর্তি হন। ২৪ জুন হাসপাতাল থেকে বিকাল ৫টায় বাসায় আসেন তিনি। এরপর থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে যাচ্ছেন তিনি। এর আগে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি এভার কেয়ারে স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়েছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত