খাগড়াছড়িতে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি ও অনুদানের চেক বিতরণ
প্রকাশ: ২ অক্টোবর ২০২৩, ১১:২৪ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ২০:৫৮
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষিবান্ধব সরকার দেশের কৃষকদের ভাগোন্নয়নে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের জীবন ও মান বাঁচিয়ে রাখতে সরকার কষি খাতে ভর্তুকি প্রদান করছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের মর্যাদার আসনে স্থান করে নিতে দেশের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও সুযোগ্য নেতৃত্বের কারণেই দেশের প্রতিটি সেক্টরসহ মেগা প্রকল্পগুলোর অভূতপূর্ব দৃশ্যমান উন্নয়ন সাধিত হচ্ছে।
আজ রবিবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগাং হিল ট্রাক্টস এসআইডি-সিএইচটি শীর্ষক প্রকল্পের আওতায় এডিপিতে বরাদ্ধকৃত জিওবি’র অর্থায়নে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি ও বিভিন্ন কর্মসূচিতে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন, পার্বত্য জেলার কৃষকরা বর্তমানে ধান কাটার মেশিন, পাওয়ার টিলার মেশিন, ধান মাড়াই মেশিন, পাওয়ার ফুট স্প্র্রে মেশিন, পানির পাম্প মেশিন অনায়াসে ব্যবহার করতে পারছে। এখানকার কৃষকরা এখন আধুনিক মেশিনগুলো চালানোর প্রশিক্ষণ নিচ্ছে। মন্ত্রী বীর বাহাদুর বলেন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সব সেক্টরের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নিজে যুগোপযোগী কর্ম পরিকল্পনা করছেন এবং তা সঠিকভাবে বাস্তবায়ন করে দেশকে আজ স্মার্ট বাংলাদেশে রুপান্তরের দিকে এগিয়ে নিচ্ছেন।
স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগাং হিল ট্রাক্টস এসআইডি-সিএইচটি শীর্ষক প্রকল্পের আওতায় ২০২২- ২০২৩ অর্থ বছরে এডিপিতে বরাদ্ধকৃত জিওবি অর্থায়নে চার কোটি টাকা ব্যয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলার প্রান্তিক কৃষকের মাঝে উন্নতমানের কৃষি যন্ত্রপাতি ও বিভিন্ন কর্মসূচিতে ১৪৬ জনকে ৫৭ লক্ষ টাকা বিভিন্ন কর্মসূচিতে ৩৯১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এক কোটি টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। কৃষি যন্ত্রপাতির মধ্যে রয়েছে -রাইচ কম্বোমিল- ৯টি, পাওয়ার টিলার ২১টি, পাওয়ার রিপার ৯টি, পাওয়ার প্রেসার ১টি কম্বাইন্ড হারভেস্টার ৪টি, পাম্প মেশিন ১৫টি পাওয়ার স্প্রে মেশিন ১৮টি।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, পার্বত্য চট্রগ্রামের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ বাসন্তী চাকমা, খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, খাগড়াছড়ি মংসার্কেল রাজা সাচিংপ্রু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম বক্তব্য রাখেন।
পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি খাগড়াছড়ির কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি ও সুবিধাভোগীদের বিভিন্ন অনুদানের চেক তুলে দেন। আলোচনা সভা শেষে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হতে আপদকালীন ত্রাণ বিতরণ কর্মসূচীতে ১৪৬ জনকে ৫৭ লক্ষ টাকা, বিভিন্ন কর্মসূচিতে ৩৯১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এক কোটি টাকা এবং উপকারভোগী কৃষকদের মাঝে ৪ কোটি টাকার কৃষি যন্ত্রপাতি তুলে দেন।
এসময় খাগড়াছড়ি জেলা ডিজিএফআই শাখার ডেট কমান্ডার কর্ণেল আ স ম বদিউল আলম, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে.কর্ণেল মো. আবুল হাসনাত, খাগড়াছড়ি এএসইউ কমান্ডার কর্ণেল ইশতিয়াক আহমেদ, খাগড়াছড়ি এনএসআই যুগ্ম পরিচালক ফিরোজ রাব্বানী, খাগহড়াছড়ি পার্বত্য জেলার সকল উপজেলা চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বীর মুক্তিযোদ্ধা, হেডম্যান-কারবারি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত