কোভিড উনিশ বাপের বেটা

  কামরুল হাসান ফেরদৌস

প্রকাশ: ৫ জুলাই ২০২১, ১৩:২৪ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৭:২৬

(এক)

কোভিড উনিশ বাপের বেটা
এর দাপটে অতিষ্ঠ
শক্তিবলে কোভিড সেরা
মানবশক্তি লঘিষ্ঠ।

কোভিড পটু করতে কেবল
মানবজাতির অনিষ্ট
তোর ভয়ে আজ দুনিয়া দোযখ
পাপ না করেও পাপিষ্ঠ।

কোভিড বিষে জর্জরিত
রাষ্ট্র সমাজ ব্যক্তিদল
কোভিড বড়ো বাপের বেটা
দেখালে তোর শক্তিছল।

রচনা ০১.০৭.২০২১

         (দুই)

এসেছিলি উহান থেকে
এখন সারা বিশ্বে বাস
তোর জ্বালাতে ঝালাপালা
বিশ্ববাসীর নাভিশ্বাস।

তুই করেছিস নাস্তানাবুদ
মুক্ত জীবন জিন্দেগী
সভ্যতাতে বিষফোঁড়া তুই
হলাম অচল তোর লাগি।

কোভিডরে তুই সেরা কুজন
রোগের সেরা রোগাধম
বড়ো পাপের বেয়াড়া বেটা
নয় ভালো যে তোর ধরম।

রচনা ০২.০৭.২০২১

          (তিন)

উনিশ সালে এসেছিলি 
কোভিড উনিশ নাম ধরে
আজ একুশেও টিকে আছিস 
ভয়াল আরো রূপ ধরে।

তোর দাপটে বিশ্ব মাঝে
উলোট পালট হলো সব
থামলো বুঝি খুব সহসা
মানব জাতির বিজয় রব। 

কোভিড দানব ক্ষুদ্র কায়া 
তোর ছায়াটা জগৎময়
বাপের বেটা কোভিড উনিশ
করলি ত্রাসে বিশ্বজয়। 

রচনা ০৩.০৭.২০২১ 

         (চার)


কোভিড উনিশ দুষ্ট বড়ো 
জানিস রে তুই অনেক ছল 
ঢেউয়ে ঢেউয়ে পাল তুলে তুই
পামর কেন আসিস বল?

চলে যাবি ভাব দেখালি 
বাইরে এলো মানুষ যেই
আবার ফিরে এলি দানব 
তোর থেকে কী মুক্তি নেই?

স্বাস্থ্য খেলি শিক্ষা খেলি 
ধর্ম কর্ম গিললি সব 
মানব জাতির ক্ষতির মাঝেই 
তোর বুঝিবা মহোৎসব। 

কে কয় তোরে বাপের বেটা
তুই আসলে কুলাঙ্গার 
যা চলে তুই সর্বনাশা 
দেখতে তোকে চাই না আর। 

রচনা ০৪.০৭.২০২১

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত