কোন ষড়যন্ত্র আওয়ামী লীগকে মাটি ও মানুষ থেকে আলাদা করতে পারবে না: সেতুমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২১, ১১:৩৯ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোন ষড়যন্ত্র আওয়ামী লীগকে মাটি ও মানুষ থেকে আলাদা করতে পারবে না।

আজ বুধবার (২৩ জুন) আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। 

এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ অতীতের ন্যায় জনগণের সাথে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কোন যড়যন্ত্র করে আওয়ামী লীগেকে দেশের মাটি ও জনগণের কাছ থেকে দুরে রাখতে পারবে না। আজকের অঙ্গীকার মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং সম্প্রদায়িক শক্তির মূল উৎপাটন করে শেখ হাসিনার নেতৃত্ব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হচ্ছে। দলে অনুপ্রবেশকারীদের কোন স্থান নেই।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত