লৌহজং- তেউটিয়া ইউপি নির্বাচন
"কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান!"
প্রকাশ: ১৩ জুন ২০২২, ১০:৫৮ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ২০:৫৩
নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই লৌহজং- তেউটিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের গতিপথ একেক সময় একেক রূপ ধারণ করছে। আওয়ামীলীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হাজী রফিকুল ইসলাম মোল্লা বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম মাদবর ও মামুন বেপারী।
এই তিনজনই হেভিওয়েট প্রার্থী। সাধারণ জনগন এই তিন প্রার্থীর মধ্যে সমান জনপ্রিয় একেকজন একেক দিকে।একনিষ্ঠ আওয়ামীলীগের আর্দশ বহনকারী মোল্লা পরিবারের সন্তান নৌকা প্রতীক পাওয়ায় দলীয় সমর্থিত প্রার্থী হিসাবে দল একজোট হয়ে তার জন্য কাজ করছে।
সাবেক চেয়ারম্যান গিয়াসউদ্দিন বেপারীর সন্তান মামুন বেপারী ও সাবেক চেয়ারম্যান হামিদ মাদবরের সন্তান শফিক মাদরবর তাদের পিতার ব্যক্তি ইমেজকে কাজে লাগিয়ে প্রচার প্রচারনায় এগিয়ে যাচ্ছেন। নৌকা- আনারস- মটরসাইকেল প্রতীকে তিন প্রার্থীর কাউকেই ছোট করে দেখছে না সাধারন মানুষ। এলাকাভিত্তিক তাদের ভোটের হ্রাস বৃদ্ধি আছে।
এ ইউনিয়নের নির্বাচনকে সম্মানের আসন হিসাবে আওয়ামীলীগ দেখছে। লৌহজং- তেউটিয়া ইউনিয়ন নদীভাঙন এলাকা। দুটি ইউনিয়ন মিলিয়ে এখন সদর ইউনিয়ন বলে বিবেচিত হলেও মূলত বেজগাও ইউনিয়ন এখন সদর ইউনিয়ন।
আগামী ১৫ জুন এই লৌহজং- তেউটিয়া ইউনিয়নের তীব্র প্রতিযোগিতা নিয়ে ভোট যুদ্ধ হবে। আওয়ামীলীগ নেতারা ঐক্যমতের ভিত্তিতে এখানে নির্বাচন করায় নৌকার স্রোত ভাল বলে কয়েকজন আওয়ামী লীগ নেতা জানিয়েছেন।
ঐক্যবদ্ধ আওয়ামীলীগ
লৌহজং উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওসমান গনি তালুকদার সাধারন সম্পাদক আবদুর রশিদ শিকদার, যুগ্ম সম্পাদক মেহেদি হাসান, আনোয়ার হোসেন, বি,এম শোয়েব কনকসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বর্তমান চেয়ারম্যান বিদ্যুত আলম মোড়ল, সাবেক ভাইস চেয়ারম্যান জাকির বেপারি, সাবেক ছাত্র নেতা বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, সাবেক ছাত্র নেতা সুবীর চক্রবর্তি, বেজগাও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফারুক ইকবাল মৃধা, মেদিনীমণ্ডল ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ হোসেন, আওয়ামী লীগ নেতা মনির হোসেন মোড়ল সহ যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ রাতদিন নৌকা প্রতীকের প্রার্থীর জন্য কাজ করে যাচ্ছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত