কৃষি উপকরণ ও সার আমদানির এলসির মেয়াদ বাড়ল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২, ১০:৫৩ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০৬

এলসি ও কৃষি উপকরণ আমদানির ক্ষেত্রে বিলম্ব মূল্য পরিশোধের সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। চলমান পরিস্থিতিতে ‘সরবরাহকারী ও ক্রেতাদের ঋণ সহায়তা’র আওতায় রাসায়নিক সার, শিল্পের কাঁচামাল, রফতানি খাতের ব্যাক টু ব্যাক এ সুবিধা পাবেন।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ তথ্য জানা গেছে। এর আগে বুধবার (১৬ নভেম্বর) এনিয়ে সাম্প্রতিক এক সার্কুলার জারি করে। 

সার্কুলার সূত্রে জানা যায়, ব্যাক টু ব্যাক আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানিসহ শিল্পের কাঁচামাল সাপ্লায়ার্স এবং বার্সার্স ক্রেডিটের আওতায় আমদানির ক্ষেত্রে বিলম্ব মূল্য পরিশোধ সীমা ১৮০ দিন থেকে বাড়িয়ে ৩৬০ দিন করা হয়েছে। এই সুবিধা আগামী ২০২৩ সালের জুন পর্যন্ত বলবৎ থাকবে।

বিলম্ব মূল্য পরিশোধ ব্যবস্থায় আমদানি দায় পরিশোধের সময় বাড়ানোর নতুন এই নির্দেশনা মেনে চলতে ব্যাংকগুলোকে বলা হয়েছে। তবে এই সুবিধা রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) ঋণের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত