কুমিল্লা-৫ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাশেম খান মারা গেছেন
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ১২:১৮ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১২:০৯
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
বুধবার (৩১ জানুয়ারি) ভোর ৫টা ১০ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাবেক সংসদ সদস্য আবুল হাশেম খানের মেয়ে নাজিয়া হাশেম তানজি ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অ্যাডভোকেট আবুল হাসেম খানের জানাজার নামাজ আগামীকাল বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা আদালত মাঠে ও বাদ জোহর ব্রাহ্মণপাড়া খেলার মাঠে অনুষ্ঠিত হবে এবং বাদ আছর বুড়িচং আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও বাদ মাগরিব নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, গত বছরের সেপ্টেম্বরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আবুল হাশেম খানের হার্টের সার্জারি হয়েছিল। তিনি আবার অসুস্থ হয়ে পড়লে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাকে ভর্তি করা হয়। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ মেয়ে রেখে গেছেন।
সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু ২০২১ সালে মারা যাওয়ার পর কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। চলতি মাসের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে এ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি পরাজিত হন। আবুল হাশেম খান কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এছাড়া তিনি কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত