কুমিল্লা থেকে চুরি যাওয়া মাইক্রো লৌহজংয়ে উদ্ধার

  লৌহজং ( মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ২০:৫৯ |  আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৫, ১৪:০০

কুমিল্লা থেকে চুরি যাওয়া একটি নতুন মাইক্রো গাড়ী লৌহজংয়ের বৌলতলী এলাকায় একটি গ্রেজ থেকে উদ্ধার করেছে লৌহজং থানা পুলিশ। লৌহজং থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, একটি নতুন মাইক্রো লৌহজং উপজেলার বৌলতী এলাকায় একটি গ্রেজে যন্ত্রাংশ খুলে বিক্রি করা হচ্ছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৌলতলী এলাকার গ্রেজ থেকে মঙ্গলবার বিকেলে উদ্ধার করা হয়েছে। তবে গ্রেজটিতে কাউকে পাওয়া য়ায়নি। জানাযায়, জাহাঙ্গীর নামে এক জনৈক ব্যাক্তি এই মাইক্রোটি কুমিল্লা থেকে এখানে  এনেছে বলে  এলাকাবাসি জানান। তবে জাঙ্গীরকে তার বাড়িতে পাওয়া যায়নি। গাড়ীটি জব্দ করা হয়েছে। কুমিল্লায় গাড়ীটির প্রকৃত মালিককে খবর দেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত