কুমিল্লার পূজামন্ডপে হামলার মামলায় দুই কাউন্সিলরসহ ৮ জন কারাগারে

  স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ জুন ২০২২, ১৫:৫৪ |  আপডেট  : ১৫ জানুয়ারি ২০২৫, ১৬:১৯

কুমিল্লার নানুয়া দিঘীরপা‌ড়ের দুর্গা পূজা মণ্ডপে হামলার মামলায় সিটি করপোরেশনের সদ্য বিজয়ী দুই কাউন্সিলরসহ মোট আটজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গত মঙ্গলবার (২১ জুন) দুপুরে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ এর আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক আতাব উল্লাহ তাদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা ও আট নং ওয়ার্ডের কাউন্সিলর মো. একরাম হোসেন, বিষ্ণপুর মুন্সেফ কোয়ার্টার এলাকার বাসিন্দা ও এক নং ওয়ার্ডের কাউন্সিলর মো. গোলাম কিবরিয়া, শুভপুর এলাকার বাসিন্দা ও ছয় নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন, দক্ষিণ চর্থা এলাকার বাসিন্দা আমির হোসেন ফয়েজী, মো. রাসেল, মফিজুল ইসলাম, মান্নান মিয়া ও শুভপুর এলাকার নজির আহমেদ।

মামলার ন‌থি থে‌কে জানা গেছে, ২০২১ সালের ১৩ অক্টোবর কুমিল্লা মহানগরীর নানুয়ার দিঘিরপাড় পূজামণ্ডপে কোরআন রাখা নিয়ে মন্দিরে হামলা ও ভাঙচুর করা হয়। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে মঙ্গলবার মামলার ধার্য তা‌রি‌খে আদালতে হাজির হয়ে তারা জামিন আবেদন করেন। এ সময় বিচারক তাদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ বিষয়ে কুমিল্লার আদালত পরিদর্শক মজিবুর রহমান জানান, পূজামণ্ডপে হামলার ঘটনায় কুমিল্লা কোতয়ালি মডেল থানায় পৃথক দু’টি মামলা হয়। যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা ওই দুটি মামলার আসামি। হাইকোর্টের দেওয়া আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায়র পর আবারও আবেদন করলে আদালত তাদের জামিন নাকচ করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত