কায়রোতে ‘অর্ডার অব দ্য নাইল’ এ ভূষিত হলেন নরেন্দ্র মোদি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৩, ১৬:২৩ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৪:২২

কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে সই করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। রবিবার (২৬ এপ্রিল) কায়রোতে দুই নেতার বৈঠকের পর চুক্তিতে সই হয়। এদিন মিসরের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘অর্ডার অব দ্য নাইল’ –এ ভূষিত হন মোদি। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি রবিবার এক টুইট বার্তায় জানান, দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত করার একটি চুক্তিতে নেতারা সই করেছেন।

তিনি বলেন, ‘বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, পুনর্নবীকরণযোগ্য শক্তি, সাংস্কৃতিক এবং জনগণের মধ্যে সম্পর্কসহ দুই দেশের মধ্যে অংশীদারিত্বকে আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেছেন দুই নেতা।’

মোদি যুক্তরাষ্ট্রে চার দিনের সফরের পর শনিবার বিকেলে কায়রোতে পৌঁছান। ১৯৯৭ সালের পর এটাই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় মিসর সফর।

মোদি রবিবার কায়রোর ঐতিহাসিক আল-হাকিম মসজিদ পরিদর্শন করেন। এ ছাড়া মিসরের ইসলামি আইনবিদ গ্র্যান্ড মুফতি শাওকি আল্লামের সঙ্গেও দেখা করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত