কালকিনি উপজেলার ভূরঘাটায় গ্রামীণফোন সেন্টার উদ্বোধন
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১, ১৮:৪৯ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ২০:০৭
মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটা বাজারে একটি গ্রামীণফোন সেন্টার উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে ভূরঘাটা সোহেল মার্কেটে মনোরব মোবাইল ডটকময়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যেদিয়ে এ গ্রামীণফোন সেন্টারের শুভ উদ্বোধন করেন পৌরসভার মেয়র, বিশিষ্ট ব্যাবসায়ি ও আওয়ামী লীগ নেতা এমএম হনিফ। কালকিনি ও ডাসার উপজেলা বাসির মাঝে সকল ধরনের মোবাইল সেবা দেয়ার জন্য গ্রামীণফোন তাদের এ নতুন সেবাকেন্দ্রটি চালু করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ যুগ্ন-সাধারন সম্পাদক লোকমান সরদার, উপজেলা মৎস জীবি লীগ সভাপতি শাহাদাত সরদার, গ্রামীণফোনের খুলনা বিজনেস সার্কেলের রিটেইল হেড জনাব মোহাম্মদ শোয়েব আনসার। মাদারীপুর এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ মোশারফ হোসেন, বরিশাল মেট্রো এলাকার এরিয়া ম্যানেজার মোঃ ইমরুল হাসান, বরিশাল জেলার রিটেইল চ্যানেল ম্যানেজার শামীম আব্বাস, মাদারীপুর এরিয়া রিটেইল চ্যানেল ম্যানেজার- জনাব মোঃ সরোয়ার মুর্শেদ ও ভুরঘাটা গ্রামীণফোন সেন্টারের সত্তাধিকারী জনাব মো: মহিউদ্দিন বাবু।ভুরঘাটা গ্রামীণফোন সেন্টারের সত্তাধিকারী জনাব মো: মহিউদ্দিন বাবু।বলেন, অধিকতর সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই এখানে সেবাকেন্দ্র চালু করা হয়েছে।অনুষ্ঠানের শোভা বর্ধন করতে আরো উপস্থিত ছিলেন; মাদারীপুর জেলার কালকিনি উপজেলার টেরিটোরি ম্যানেজার- মোঃ আবু সোলাইমানস এলাকার জনপ্রতিনিধি সহ অনান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত