কালকিনি উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২১, ১৫:৪৩ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ১৬:৫৮
আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে মাদারীপুর কালকিনি উপজেলার ১৩টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলাম, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার দীপংকর তঞ্চঙ্গ্যা।
উল্লেখ্য, চলতি বছর গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে কালকিনি উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত