কালকিনিতে ৫১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন

  শফিক স্বপন.মাদারীপুর:

প্রকাশ: ৩০ জুন ২০২১, ১৫:৫০ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:২৪

মাদারীপুরের কালকিনি উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। আজ বুধবার সকালে এ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার শ্বাশতী ছন্দা দেবনাথ, কৃষি স¤প্রসারণ অফিসার গোবিন্দ মন্ডল ও উপ-সহকারী কৃষি কর্মকাতা বৃন্দ। 

এ ব্যাপারে সভাপতি মিল্টন বিশ্বাস বলেন করোনাকালে কৃষি উৎপাদন বাড়াতে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিনামূল্যে বীজ সার বিতরণ আরো বৃদ্ধি করলে দেশের প্রান্তিক কৃষকদের অর্থনৈতিক সমৃদ্ধি বাড়বে সাথে সাথে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত