কালকিনিতে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু- ময়নাতদন্ত ছাড়াই দাফন

  শফিক স্বপন,মাদারীপুর

প্রকাশ: ১৪ জুন ২০২২, ১৪:৫৬ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ২০:৪১

মাদারীপুরের কালকিনিতে এসএসসি পরিক্ষার্থী বৈশাখী আক্তার লাবনী (১৬) এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ধামাচাপা দিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি তড়িঘড়ি করে দাফন করার অভিযোগ উঠেছে। স্কুল ছাত্রীর এই রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলার পূর্ব এনায়েত নগর ইউনিয়নের পশ্চিম আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।। সে ঐ এলাকার মৃত- হাচান মাতুব্বরের ছোট মেয়ে। নিহত লাবনী এ বছর আলীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানায় লাবনীর মৃত্যু রহস্যজনক হলেও ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশটি বুঝিয়ে দিয়ে আসে থানা পুলিশ। জানা গেছে, লাবনী তার মায়ের সাথে পশ্চিম আলীপুর আমির সরদারের বাজারে মুদি দোকানে ব্যবসা করত। দুপুরে সে তার মাকে দোকানে রেখে বাড়িতে চলে আসে। সোমবার বিকেলে নিহতের মা ফোনে তাকে না পেয়ে লাবনীর মামী পপি আক্তারকে খোঁজ নিতে বলেন। এসময়ে পপি আক্তার গিয়ে লাবনীকে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরবর্তীতে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। লাবনীর রহস্যজনক মৃত্যুর পর পুলিশ ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফন করার অনুমতি দেওয়ার পর এলাকায় জনমনে নানা প্রশ্ন দেখা দেয়। 

এদিকে সচেতন মহল অভিযোগ করে বলেন, রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটলেও ময়না তদন্ত ছাড়াই পুলিশ লাশের দাফন কার্য সম্পন্ন করার অনুমতি দেওয়ার কারনে মৃত্যুর প্রকৃত কারন উদঘাটিত হচ্ছে না।

কালকিনি থানার ওসি মো: শামীম হোসেন বলেন, এ ব্যাপারে অপমৃত্য মামলা হয়েছে। তবে মৃতের পরিবার ময়না তদন্তে রাজি না হওয়ায় লাশ মর্গে পাঠানো হয়নি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত