কালকিনিতে প্রায় এক হাজার পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ প্রদান
প্রকাশ: ৩০ জুন ২০২১, ১৫:৫১ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ২০:১৩
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মাদারীপুরের কালকিনি পৌরসভার উদ্যোগে করোনা মহাসংকট কালে আজ বুধবার দুপুরে প্রায় পাঁচ শতাধীক ইজিবাইক ও ভ্যান চালকের মাঝে ১০ কেজী করে চাল এবং প্রায় পাঁচ শতাধীক অসহায় পরিবারের মাঝে নগদ ৫’শত করে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বিতরনী কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র এস.এম হানিফ, প্যানেল মেয়র নাসিরউদ্দিন শিকদার, প্যানেল মেয়র রাশিদা বেগম, কাউন্সিলর আনোয়ার হোসেন, কাউন্সেলর আসাদুজ্জামান লাবু তালুকদার, কাউন্সিলর মেজবাউল হক ও কাউন্সিলর তারিকুজ্জামান সুরুজ প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত