কালকিনিতে প্রধানমন্ত্রীর ১০ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

  শফিক স্বপন,মাদারীপুর

প্রকাশ: ১৩ জুন ২০২২, ১৯:৩৮ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ১৮:৫১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মশালার আয়োাজন করা হয়। 

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশন ভূমি মোঃ ইমরান খান, জেলা সহকারি কমিশন ও নির্বাহী ম্যাজিষ্ট্রিট হোসনেয়ারা তান্নি, কালকিনি থানার ওসি তদন্ত মোঃ নাসিরউদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান আইনজীবি আরিফা আক্তার বিথী, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার ও সাংবাদিক সংগঠনের বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন সরকারি দফতরের প্রতিনিধিসহ কর্মশালায় ৫০ জন সদস্য অংশগ্রহন করেন। এসময় বক্তারা এসব কার্যক্রম যথাযথভাবে দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দেশকে ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ দেশ হিসেবে বিনির্মাণে সংশ্লিষ্টদের আন্তরিক হয়ে একযোগে কাজ করার আহ্বান জানান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত