কালকিনিতে নারী এম.পির বিরুদ্ধে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন
প্রকাশ: ২৮ জুন ২০২১, ১৭:০৪ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৫০
বিতর্কিত কর্মকান্ডের অভিযোগ এনে মাদারীপুরের কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের এম.পি তাহমিনা সিদ্দিকীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠন। আজ সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় এ সংবাদ সম্মেলন করা হয়।
লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে, গত ২৩ জুন সকালে কালকিনি উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের এম.পি তাহমিনা সিদ্দিকী উপস্থিত না হয়ে তিনি তার ঢাকার বাসা থেকে বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেতাকর্মীদের উদ্দ্যেশে বক্তব্য রাখেন। পরে তাহমিনা বেগম তার বাসায় বসে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বহিস্কৃত বিদ্রোহী পরাজিত মেয়র প্রার্থী সোহেল রানা মিঠু ও স্বতন্ত্র পরাজিত মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজ হাওলাদারসহ একাধিক বিতর্কিত নেতাকর্মীদের নিয়ে সংগঠনের বাহিরে গিয়ে ঘরোয়া পরিবেশে ব্যাক্তিগতভাবে কেক কেটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। এ অনুষ্ঠানের খবরটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এ বিষয়টি দেখে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে চড়ক ক্ষোভের সৃষ্টি হয়। সভাপতি তাহমিনা সিদ্দিকীর এ সকল বিতর্কিত কর্মকান্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আওলাদ হোসেন মাষ্টার, আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, যুগ্নসম্পাদক লোকমান সরদার, পৌরসভার মেয়র এস.এম হানিফ, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সোহেল তালুকদার, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক এমদাদুল হক সরদার, উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মোঃ বেলাল হোসেন প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন অভিযোগ করে বলেন, তাহমিনা বেগম আওয়ামী লীগের সভাপতি হয়ে সে বিতর্কিত এবং বহিস্কৃত নেতাকর্মীদের নিয়ে একা একা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটেছে। তার সঙ্গে পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এনায়েত হোসেনও ছিল। তারা কিভাবে দলের বাহিরে গিয়ে নিজের বাসায় বসে কেক কাটেন। এ বিষয়টি আমরা জেলা আওয়ামী লীগকে অবহিত করেছি।
অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের এমপি তাহমিনা সিদ্দিকী বলেন, আমি বহিস্কারকৃতদের নিয়ে কেক কাটিনি। তবে সাবেক মেয়র এনায়েত হোসেন কিছু বহিস্কৃত নেতাদের নিয়ে আমার বাসায় এসেছিল। মাস্ক পরে আসার কারনে কারা - কারা আমার বাসায় এসেছিল আমি চিনতে পারিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত