কালকিনিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ১৫:৩৪ | আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১৫:২০
মাদারীপুরের কালকিনিতে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মেহেদী হাসান-(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আজ বুধবার ভোরে উপজেলার আলীনগর ইউনিয়নের ফাঁসিয়াতলা এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মেহেদী হাসান উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর কানাইপুর গ্রামের মো. লিয়াকত আলীর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসানের দিক নির্দেশনায় এস.আই মিঠু ফকির সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার আলীনগর ইউনিয়নের ফাঁসিয়াতলা এলাকায় অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী মেহেদী হাসান পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৫১পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
কাআ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত