কালকিনিতে আগুনে তিনটি ঘর পুড়ে ছাই

  মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৯ |  আপডেট  : ১৫ জানুয়ারি ২০২৫, ০১:১৬

মাদারীপুরের কালকিনির শিকারমঙ্গল গ্রামে  অগ্নিকান্ডে  নগদ টাকা এবং অন্যান্য মালামালসহ তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ২নং ওয়ার্ডের শিকারমঙ্গল গ্রামের মাতুব্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজুল মাতুব্বরের রান্নাঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। সেখান থেকে আগুন মুহূর্তের মধ্যে রান্নাঘরসহ কয়েকটি বসতঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আল-আমীন মাতুব্বর ও আজিজুল মাতুব্বরের তিনটি বসত ঘর ও দুটি রান্না ঘর পুড়ে ব্যাপক ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত আজিজুল মাতুব্বর কান্নাজরিত কণ্ঠে বলেন, আগুনে আমার প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমরা এখন কিভাবে বাঁচবো। কোথায় থাকবো। আমার সব শেষ হয়ে গেছে।

তিনি বলেন, চারটি শোবার রুম, রুমে থাকা প্রায় সব আসবাবপত্র, একটি গোয়াল ঘর, একটি ছাগলসহ রান্না ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

আগুনে ক্ষতিগ্রস্ত আল-আমিন মাতুব্বর বলেন, আমার ঘরের ভেতরে ৫০ হাজার টাকার টাকা ছিল, এবং আমার স্ত্রী সোনার গয়না ছিল তাও শেষ। আমি এখন যে ঘর তুলব সেই টাকাটা আমার কাছে নেই। এখন আমি একেবারে নিঃস্ব। যদি আমাকে সাহায্য সহযোগিতা করা হয় তাহলে আমি ঘর তুলে পোলাপান নিয়ে থাকতে পারব। আমার চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে গেছে।

শিকারমঙ্গল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ‘আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ আগুনে সব পুড়ে শেষ হয়ে গেছে ভুক্তভোগীদের। আমরা চেষ্টায় আছি ক্ষতিগ্রস্তদের ইউনিয়ন পরিষদ থেকে সহযোগিতা করার।

কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. খোকন বলেন, আমরা খবর পাবার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। আশপাশে অনেক বসতঘর ছিল, একটু দেরি হলেই বড় ধরণের ক্ষতি হয়ে যেত। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত