কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় শ্রমিক নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ১৫:৫০ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৫

ঢাকার কারওয়ান বাজারের কামারপট্টি রেলগেট এলাকায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় মো. হুমায়ুন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তিনি কারওয়ান বাজারের আড়তে শ্রমিকের কাজ করতেন।

হুমায়ুনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাইফুল বলেন, আমরা সবাই কারওয়ান বাজার এলাকায় থাকি। হুমায়ুন কারওয়ান বাজার এলাকায় কাঁচাবাজারে লেবারের কাজ করতেন। রেললাইন পার হওয়ার সময় হঠাৎ ঢাকাগামী ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা শুধু তার নাম জানি পূর্ণাঙ্গ ঠিকানা আমাদের জানা নেই।

ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি রেলওয়ে থানাকে জানিয়েছি।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত