কানাডার আলবার্টা প্রদেশ দাবানলে পুড়ছে, জরুরি অবস্থা ঘোষণা
প্রকাশ: ৭ মে ২০২৩, ১১:৪১ | আপডেট : ৯ ডিসেম্বর ২০২৪, ২৩:৪১
দাবানল ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে কানাডার পশ্চিমের রাজ্য আলবার্টা। দাবানলের কারণে অন্তত ২৫ হাজার মানুষকে ইতোমধ্যে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
শতাধিক দাবানলের মুখোমুখি হওয়ায় আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ পরিস্থিতিটিকে ‘অভূতপূর্ব’ বলে অভিহিত করেছেন।
নিরাপত্তা বিবেচনায় এডসনের শহরের ৮ হাজার বাসিন্দাকে অবিলম্বে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে।
স্মিথ বলেন, ‘উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় দাবানলের সৃষ্টি হয়েছে। এতে কমপক্ষে এক লাখ ২২ হাজার হেক্টর (৩০১,০০০ একর) জমি এখন পর্যন্ত পুড়ে গেছে।
অনেক এলাকায় প্রবল বাতাসের ধাক্কায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সবচেয়ে ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলোর মধ্যে রয়েছে ড্রেটন উপত্যকা। প্রাদেশিক রাজধানী এডমন্টন থেকে প্রায় ১৪০ কিলোমিটার (৮৭ মাইল) পশ্চিমে এটির অবস্থান। এ ছাড়া প্রায় ৫৫০ কিলোমিটার উত্তরে ফক্স লেকের বাসিন্দারাও আছেন বিপদে। সেখানে ২০টি বাড়ি ইতোধ্যে আগুনে পুড়ে গেছে।
দাবানল নিয়ন্ত্রণে যুক্ত হয়েছে অগ্নিনির্বাপক হেলিকপ্টার এবং এয়ার ট্যাঙ্কার। অটোয়া থেকে সহায়তার প্রস্তাব দিয়েছে ফেডারেল সরকার।
আলবার্টা কানাডার প্রধান তেল উৎপাদনকারী অঞ্চল। তবে এখন পর্যন্ত তেল সুবিধাগুলোর কোনোটা বিপদের মধ্যে আছে বলে খবর পাওয়া যায়নি।
সূত্র: বিবিসি
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত