আহত ৬ জন

কানাডার অটোয়ায় বিয়ের অনুষ্ঠান গোলাগুলি, নিহত ২

  গ্রামনগর বার্তা অনলাইন ডেস্ক

প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৭ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ২৩:২৮

ঘটনাস্থলে তদন্ত করছে পুলিশ, ছবি: সিবিসি

কানাডার রাজধানী অটোয়ায় বিয়ের অনুষ্ঠানের অভ্যর্থনা স্থানে বন্দুক হামলায় ২ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। ঘটনাটি স্থানীয় সময় শনিবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে ঘটেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ভেন্যুতে দুইটি বিয়ের অনুষ্ঠান চলছিল। হঠাৎ গোলাগুলির শব্দ শুনে অবাক যান অতিথিরা। অনেকে দৌড়ে নিরাপদ আশ্রয় খোঁজার চেষ্টা করেন।

ওই রাতে বিয়ের অনুষ্ঠানে অংশ নেন নিকু। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, হঠাৎ হট্টগোল শুরু হয়ে যায়। যে যার মতো দৌড়াচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে তার ঠিক নেই।

তিনি আরও বলেন, টানা গুলি হচ্ছিল। কিছুক্ষণ থামলো, আবারও শুরু হলো। ১৫ থেকে ১৬টি গুলির শব্দ শুনতে পেয়েছি আমি।

শনিবার রাত ১০টা ২১ মিনিটে কনভেশন হলের দক্ষিণের পার্কিং লটে গোলাগুলি হয়। সেখানে একই সময়ে দুটি বিবাহ অনুষ্ঠানের সংবর্ধনা চলছিল।

একজন প্রত্যক্ষদর্শী জানান, পুলিশ আমাদের গাড়িতে থাকতে বলে। এজন্য আমি ঘটনাস্থল ছেড়ে যাইনি।

অটোয়া পুলিশ নিশ্চিত করেছে, গুলিবিদ্ধ হয়ে দুই যুবক নিহত হয়েছেন। একজনের বয়স ২৬, অন্যজনের ২৯। তারা টরেন্টো থেকে এসেছিলেন। আহত ৬ জনের মধ্যে মার্কিন নাগরিক রয়েছেন। তাদের অবস্থা গুরুতর নয়।

ঘৃণ্য বা বর্ণবিদ্বেষ থেকে এই হামলা হতে পারে, এমন কোনও প্রমাণ পায়নি পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহ রবিবার বিকাল পর্যন্ত কেউ আটক হয়নি। সিসিটিভির ফুটেজ দেখে অপরাধীদের ধরতে সন্ধান চালাচ্ছে প্রশাসন।

২০০৯ সাল থেকে কানাডায় বন্দুক সহিংসতা ৮১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ।

সূত্র: এএফপি

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত