কাউনিয়া কলেজ পরিচালনা কমিটির সভা 

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২ জুলাই ২০২২, ২০:৫৯ |  আপডেট  : ২০ জানুয়ারি ২০২৫, ০৮:১৭

রংপুরের ঐতিহ্যবাহি কাউনিয়া কলেজ পরিচালনা কমিটির সভা শনিবার বিকালে অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

কাউনিয়া কলেজ পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সৈয়দ মোকাম্মেল হোসেন, কলেজ পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল আউয়াল, মোঃ হাকিবুর রহমান মাষ্টার, সারওয়ার আলম মুকুল, মোঃ আমিন আনছারী, হাবিবুর রহমান হাবিব, মোঃ আশরাফুল আলম, মোঃ মাসুদ আলম, মোঃ এনামুল হক, সরকার আবু ফেরদৌস মোঃ মোহসিন হিরা, আবু মোঃ আহসান সিদ্দিক পল্লব, মোছাঃ রেবিনা ইয়াসমিন। আলোচনা সভায় অধ্যক্ষ নিয়োগের যাচাই বাছাই কমিটি ও নিয়োগ কমিটি গঠন করা হয়। এছারা কলেজের অবসর প্রাপ্ত শিক্ষক ও কর্মচারিদের কলেজ থেকে আনুষ্ঠানিক বিদায়, শিক্ষার মানবৃদ্ধি ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহনের উপর গুরুত্ব আরোপ করা হয়। 
 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত