কাউনিয়া উপজেলা পরিষদের সেবা ও কার্যক্রম বিষয়ে গণশুনানী

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২২, ১৯:৪৬ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ১৮:৩৭

কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদের সেবা ও কার্যক্রম বিষয়ে গণশুনানী বুধবার বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামে নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের সেবা ও কার্যক্রম বিষয়ে গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান, ইএএলজি প্রকল্পের ডিএফ মোঃ কামরুল হাসান, কুর্শা ইউপি চেয়ারম্যান আঃ মজিদ, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল প্রমূখ। 


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত